রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

নেত্রকোণা প্রতিনিধি  

নেত্রকোণায় আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

নেত্রকোণায় অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বারহাট্টা রোডস্থ খাদ্যগুদামে সদর উপজেলা খাদ্যবিভাগ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রধান অতিথি হিসেবে চাল সংগ্রহের উদ্বোধন করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহসান হাবিব, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ঠাকুরাকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ ও মিল মালিকরা।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ আহসান হাবীব জানান, চলতি আমন মওসুমে প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৬ হাজার ৭৭০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) থেকে আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ